বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শুক্রবার গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণফোরাম।
দলীয় সূত্রে জানা গেছে, ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন।
বর্তমানে ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন দেশের একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ও আইনগত জীবনে তিনি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে সোচ্চার অবস্থান নিয়ে কাজ করে আসছেন।
ড. কামাল হোসেনের অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
কসমিক ডেস্ক