সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রেসসচিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রেসসচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রেসসচিব ছবির ক্যাপশন:
ad728

ঢাকার ধামরাইয়ে বুচাই চান পাগলের মাজার ও মেলার মাঠ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় তিনি মন্তব্য করেন, সারা দেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের একটি শক্ত জোয়ার তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে অবস্থিত বুচাই চান পাগলের মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মাজারের ভেতরে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং পরে মাজার প্রাঙ্গণ ও মেলার মাঠ ঘুরে দেখেন।

প্রেসসচিব বলেন, “মানুষ জানে—হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। এই ভোট নাগরিকের অধিকার সুরক্ষিত রাখবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করবে। আমরা মনে করি, সারা বাংলাদেশে হ্যাঁ ভোটের জন্য একটি স্পষ্ট জনমত তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষ বুঝে গেছে, হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা অর্থ নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন একটি পথে অগ্রসর হবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে।”

বুচাই চান পাগলের মাজার সম্পর্কে শফিকুল আলম বলেন, এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন।

মাজার ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। ইসলাম এই ভূখণ্ডে তাদের হাত ধরেই এসেছে। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ। কারো পছন্দ না হলে সেখানে না যাওয়ার অধিকার রয়েছে, কিন্তু ভাঙচুর বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

নির্বাচন প্রসঙ্গে প্রেসসচিব বলেন, নির্বাচন কমিশন বারবার জানিয়েছে, ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তিনি জনগণকে শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে শফিকুল আলম বলেন, “সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।”

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই চান পাগলের মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা জেলার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জুনায়েদ স্বপ্রণোদিত হয়ে ধামরাই থানা পুলিশকে মামলা করার নির্দেশ দেন। পরে পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান