অভিজ্ঞতার ছাপ রেখে ছয় হাজার রানের মাইলফলকে মুশফিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভিজ্ঞতার ছাপ রেখে ছয় হাজার রানের মাইলফলকে মুশফিক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
অভিজ্ঞতার ছাপ রেখে ছয় হাজার রানের মাইলফলকে মুশফিক ছবির ক্যাপশন: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্ধশতক করে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম।
ad728

টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। ছয় হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৪৭ রান। বিপিএলের প্রথম দিনেই সেই লক্ষ্য পূরণ করে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে মুশফিক খেলেন ৩১ বলে ৫১ রানের কার্যকর ইনিংস। এই ইনিংসের মাধ্যমেই তিনি ছুঁয়ে ফেলেন ছয় হাজার রানের মাইলফলক।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত মুশফিক কোনো সেঞ্চুরি না পেলেও তার ব্যাট থেকে এসেছে ৩৪টি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৮ রান। এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১২৬.১৬ এবং ব্যাটিং গড় ২৯.২৮।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ছয় হাজারের বেশি রান করেছেন চারজন ব্যাটসম্যান। তালিকায় শীর্ষে রয়েছেন তামিম ইকবাল, এরপর যথাক্রমে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সর্বশেষ মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টিতে ছয় হাজার রান করা বাংলাদেশিরা

  • তামিম ইকবাল: ২৮১ ম্যাচ, ৮২৮৩ রান

  • সাকিব আল হাসান: ৪৬৬ ম্যাচ, ৭৭২৩ রান

  • মাহমুদউল্লাহ রিয়াদ: ৩৪৮ ম্যাচ, ৬২৭৭ রান

  • মুশফিকুর রহিম: ২৮৮ ম্যাচ, ৬০০৪ রান


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দল নিষিদ্ধ হলেও ব্যক্তির নির্বাচনে বাধা নেই—ইসি

দল নিষিদ্ধ হলেও ব্যক্তির নির্বাচনে বাধা নেই—ইসি