শহীদ শরিফ ওসমান হাদি বিন হাদির জানাজার আগে মানিক মিয়া অ্যাভিনিউতে আবেগঘন ভাষণে তাকে স্মরণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।
ড. ইউনূস বলেন, আমরা আজ হাদিকে বিদায় জানাতে আসিনি। তিনি যে আদর্শ ও মন্ত্র রেখে গেছেন, তা ধারণ করেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত থাকবে। তাঁর দেখানো পথেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাকে কেউ ভুলবে না; বরং তার রেখে যাওয়া চেতনা ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নিয়ে যাবে মানুষ। আবেগঘন এই বক্তব্যের সময় জানাজাস্থলে উপস্থিত মানুষের মধ্যে নীরবতা ও গভীর শোকের আবহ লক্ষ্য করা যায়।
কসমিক ডেস্ক