বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছিলেন। তবে দলীয় জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও সমন্বয়ের পর তিনি ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ থেকে নির্বাচনে মনোনয়ন দিয়েছেন।
ঢাকা-১৭ আসনটি রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নাম শোনা যাচ্ছিল। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
ভোলা-১ আসনে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছিল। তবে এখন আন্দালিভ রহমান পার্থের বিপরীতে বিএনপি কোনো প্রার্থী রাখবে না। আন্দালিভ রহমান এই আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।
এই সমন্বয়ের ফলে বিএনপি ও তার জোটসঙ্গীর মধ্যে ভোটবিভাজনের একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে, যেখানে দলীয় সমঝোতা ও পারস্পরিক সম্মান প্রতিফলিত হয়েছে।
কসমিক ডেস্ক