ছোটপর্দা থেকে জনপ্রিয়তা অর্জন করে ধীরে ধীরে বড়পর্দা ও সাহিত্যাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন আশনা হাবিব ভাবনা। অভিনয়, নৃত্য ও লেখালেখি—তিন ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সম্পর্ক, কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন।
সম্পর্কের অর্থ কী—এমন প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, প্রেমই সম্পর্কের একমাত্র রূপ নয়। একজন নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে। সেই সম্পর্কেও ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা বিচ্ছেদ হতে পারে। কিন্তু সমাজে সাধারণত ধরে নেওয়া হয়, অভিমান বা বিচ্ছেদ কেবল প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই ঘটে। বাস্তবে সব ধরনের সম্পর্কেই এসব বিষয় থাকতে পারে বলে মনে করেন তিনি।
ফেসবুকে সম্পর্ক জোড়া বা ভাঙার স্ট্যাটাস দেওয়া নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভাবনা বলেন, জীবন কখনোই একরকম থাকে না, সম্পর্কও বদলায়। বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই বলেও স্পষ্ট করেন। অভিনেত্রীর ভাষায়, যেদিন বিয়ে করবেন, সেদিনই সবাই তার সম্পর্কের কথা জানবে। তবে সম্পর্ক বলতে তিনি শুধু প্রেমকেই বোঝেন না—প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক থাকতে পারে, আর সেগুলো থেকেও বেরিয়ে আসা সম্ভব।
কাজের বাইরে নিজের সময় কাটানো নিয়েও কথা বলেন ভাবনা। পারলারে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু শুটিং থাকলেই পারলারে যেতে হবে—এমন কোনো কথা নেই। ব্যক্তিগত সময় ও নিজের যত্ন নেওয়াটাও গুরুত্বপূর্ণ। কয়েক দিন টানা কাজের পর নিজেকে সময় দিতেই পারলারে এসেছেন তিনি।
ক্যারিয়ার প্রসঙ্গে ভাবনা জানান, তিনি সম্প্রতি একটি ওয়েব সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। সুমন ধর পরিচালিত এই ওয়েব সিনেমার প্রথম কিস্তির কাজ শেষ হয়েছে, দ্বিতীয় লটের শুটিং শিগগিরই শুরু হবে। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অভিনেত্রী দীঘির সঙ্গে বন্ধুত্বের বিষয়ে ভাবনা বলেন, বয়সে ছোট হলেও তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। একসঙ্গে আড্ডা, মজা ও কাজের অভিজ্ঞতা উপভোগ করছেন তারা।
নারীপ্রধান চরিত্র নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ভাবনা বলেন, দেশে নারীদের গল্প এমনিতেই কম হয়। তাই এ ধরনের চরিত্রে কাজ করার সুযোগকে তিনি গুরুত্ব দেন। সিনেমায় তিনি সব সময় প্রধান চরিত্রেই অভিনয় করতে চান। পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রতি অসম্মান না রেখেই তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে একবার পার্শ্বচরিত্রে নাম লেখালে সেখানেই আটকে যাওয়ার ঝুঁকি থাকে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা জানান, চলতি প্রকল্পগুলোর কাজ শেষ করার পাশাপাশি নতুন ওয়েব প্রজেক্ট ও কিছু সিনেমার ফেস্টিভ্যাল যাত্রা নিয়ে আলোচনা চলছে। শিগগিরই ভালো কোনো খবর দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কসমিক ডেস্ক