জনসভা করতে হলে পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জনসভা করতে হলে পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
জনসভা করতে হলে পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী জনসভা আয়োজনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত জনসভার স্থান ও সময় সম্পর্কে অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘নির্বাচনী আচরণবিধি: কী করা যাবে, কী যাবে না’ শীর্ষক বিভিন্ন নির্দেশনা জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে।

প্রচারণায় আরও জানানো হয়, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা মনে করছে, এসব নির্দেশনা মানা হলে নির্বাচনী পরিবেশ আরও শৃঙ্খলাবদ্ধ ও সহনশীল থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় যুগ পর বগুড়ার মাটিতে তারেক রহমান, প্রত্যাশায় বিএনপি নেতা

দেড় যুগ পর বগুড়ার মাটিতে তারেক রহমান, প্রত্যাশায় বিএনপি নেতা