মিয়ানমারে বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ২৭ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মিয়ানমারে বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ২৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
মিয়ানমারে বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ২৭ ছবির ক্যাপশন:
ad728

মিয়ানমারে বিয়ে ও শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠানে চালানো পৃথক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাচিন রাজ্যের কাউং জার গ্রাম এবং মগওয়ে অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ইরাবতী জানায়, ভামো টাউনশিপের একটি গ্রামে অনুষ্ঠিত শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠানে সামরিক জান্তা বাহিনী বিমান থেকে বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) দাবি করেছে, হামলাস্থলটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত।

অন্যদিকে একই দিনে সকালে মগওয়ে অঞ্চলের একটি গ্রামে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে জান্তা বাহিনী জেট বিমান দিয়ে হামলা চালায়। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী ও পুরুষের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই শেষকৃত্যের প্রার্থনা চলছিল।

কেআইএ-র মুখপাত্র কর্নেল নউ বু অভিযোগ করে বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং সংশ্লিষ্ট গ্রামে বিদ্রোহী কোনো যোদ্ধা উপস্থিত ছিল না। তার দাবি, সামরিক জান্তা বাহিনী জেনেশুনেই সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, জান্তা সরকার এখন আর সাধারণ নাগরিক ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কোনো পার্থক্য করছে না। স্কুল, ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো জনসমাগমকে লক্ষ্য করেই নির্বিচারে হামলা চালানো হচ্ছে।

এই ঘটনায় এখনো জান্তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে বেসামরিক জনগোষ্ঠীর ওপর বিমান হামলার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটের প্রচার ও ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামে

গণভোটের প্রচার ও ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামে