ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ড দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ড দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ড দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন ছবির ক্যাপশন:
ad728

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আমিনবাগ ও চামিলিবাগ এলাকাতেও গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যেসব কার্ড বিতরণ করা হচ্ছে, সেগুলো ভুয়া।’ তিনি দাবি করেন, এসব কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

এদিন তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে কিছু সময় পর আবারও শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় অংশ নেন।

প্রচারণাকালে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একদল দুর্বলচেতা মানুষ আমাদের লক্ষ্য করে ময়লা পানি ও ডিম নিক্ষেপ করেছে। তবে যেকোনো উসকানি উপেক্ষা করে সবাইকে ধৈর্য ধরতে হবে।’

সমস্যাভিত্তিক রাজনীতির অঙ্গীকার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচিত হলে দোকান-পাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, মানুষের বাস্তব সমস্যার সমাধানই তার রাজনীতির মূল লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির শরিকদের ধানের শীষ ও দলীয় প্রতীকে নির্বাচনী লড়াই

বিএনপির শরিকদের ধানের শীষ ও দলীয় প্রতীকে নির্বাচনী লড়াই