বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বুধবার সন্ধ্যায় সিলেট সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তিনি বিমানবন্দর সংলগ্ন পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন।
একই রাতে তারেক রহমান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তিনি এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। উল্লেখ্য, ২০০৪ সালে দক্ষিণ সুরমায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে প্রথমবার শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর এবার দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন তিনি।
হোটেল সূত্রে জানা গেছে, তারেক রহমানের অবস্থানকে কেন্দ্র করে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছেন।
স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সফরের অংশ হিসেবে তারেক রহমান সিলেটে আসছেন। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার পথে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক দুটি জনসভায় অংশ নেবেন। এসব জনসভায় তিনি বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক