বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবার পাবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান : খোকন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবার পাবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান : খোকন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবার পাবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান : খোকন ছবির ক্যাপশন:
ad728

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলীয় মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর প্রতি দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান এবং তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীতে প্রথম জুলাই আন্দোলনে শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন খায়রুল কবির খোকন। এ সময়ের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

খায়রুল কবির খোকন বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়েছে, তাদের প্রতি সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর নিরাপত্তা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলার যে সংস্কৃতি চালু হয়েছিল, তা থেকে দেশকে মুক্ত করতে হবে। ভবিষ্যতে কেউ যদি জনগণের আকাঙ্ক্ষা ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করে, তাহলে জনগণ তা কখনোই মেনে নেবে না। ইতিহাস থেকে শিক্ষা না নিলে তাদের পরিণতিও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে জনগণের ওপর কোনো ধরনের অন্যায়, নিপীড়ন বা অত্যাচার হবে না—এমন আশ্বাস দিয়ে খোকন বলেন, দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। একই সঙ্গে লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, একজন ফার্স্ট সিটিজেন হিসেবে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে বিএনপি সরকার কোনো বাধা সৃষ্টি করবে না। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রব ফকির রনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, শহীদ তাহমিদ ভূঁইয়া তামিমের বাবা রফিক ডাক্তার, চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি লতিফ মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে খায়রুল কবির খোকন চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুলব্যাগে লুকানো ছিল রিমোট কন্ট্রোল বোমা, ফরিদপুরে বড় বিপদ

স্কুলব্যাগে লুকানো ছিল রিমোট কন্ট্রোল বোমা, ফরিদপুরে বড় বিপদ