মানব পাচারকারীদের আস্তানায় দুই পক্ষের গোলাগুলি, তরুণী নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানব পাচারকারীদের আস্তানায় দুই পক্ষের গোলাগুলি, তরুণী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
মানব পাচারকারীদের আস্তানায় দুই পক্ষের গোলাগুলি, তরুণী নিহত ছবির ক্যাপশন:
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মানব পাচার চক্রের আস্তানায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৮)। তিনি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের সঙ্গে মানব পাচার চক্রের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গোলাগুলির একপর্যায়ে সুমাইয়া আক্তার গুলিবিদ্ধ হন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারছড়া এলাকা বর্তমানে মানব পাচারকারীদের একটি বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। সন্ধ্যার দিকে মানব পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে পাহাড়ে থাকা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় গুলিতে এক তরুণীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সন্ত্রাসী ও মানব পাচারকারীদের ধরতে পাহাড়ি এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইলিয়াছ জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের সদস্যরা কয়েকজন লোককে পাহাড়ে জড়ো করে রাখে। এ খবর পেয়ে পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা ওই আস্তানায় হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি বলেন, গোলাগুলির শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে। ওই সময় সুমাইয়াও বাড়ি থেকে বের হলে গুলিবিদ্ধ হন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম জানান, হাসপাতালে আনার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাহারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকা মানব পাচারকারী ও সন্ত্রাসী চক্রের দখলে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর অভিযান না হলে এ ধরনের সহিংস ঘটনা বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েল ইস্যুতে ওআইসির জরুরি সভা, জেদ্দা যাচ্ছেন পররাষ্ট্র উ

ইসরায়েল ইস্যুতে ওআইসির জরুরি সভা, জেদ্দা যাচ্ছেন পররাষ্ট্র উ