নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা ছবির ক্যাপশন:
ad728

নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সড়ক ছাড়লেও দাবি আদায়ের বিষয়ে অনড় থাকার কথা জানান তারা। শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে সেখানে গণজমায়েতের জন্য একটি মঞ্চ তৈরি করা হবে।

এর আগে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

এর ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শিক্ষার্থীরা অবিলম্বে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান

জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান