নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার চান প্রধান উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার চান প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার চান প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. ইউনূস এ নির্দেশনা দেন।

প্রেস সচিব জানান, ওই দিন প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজে। বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, সভায় স্বাস্থ্য সেবা বিভাগস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্র করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

তিনি আরও জানান, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

প্রেস সচিব বলেন, পরিবেশগত গুরুত্ব, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নতুন থানা স্থাপন প্রসঙ্গে তিনি জানান, গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে নতুন একটি থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে।

বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখন প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঁজিবাজারে কমছে বিদেশি বিনিয়োগ, ৪ মাসে ৬৬ মিলিয়ন ডলার বিদেশ

পুঁজিবাজারে কমছে বিদেশি বিনিয়োগ, ৪ মাসে ৬৬ মিলিয়ন ডলার বিদেশ