যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভবিষ্যৎ ইরান: পাহলভি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভবিষ্যৎ ইরান: পাহলভি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভবিষ্যৎ ইরান: পাহলভি ছবির ক্যাপশন:
ad728

ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র ও নির্বাসিত রাজনৈতিক নেতা রেজা পাহলভি ইসলামিক প্রজাতন্ত্র পতনের পর একটি ভবিষ্যৎ ইরানের সম্ভাব্য রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নতুন ইরান পারমাণবিক সামরিক কর্মসূচি পরিত্যাগ করবে, ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে এগোবে।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন দেশের “বন্ধুদের” উদ্দেশে দেওয়া ওই পোস্টে পাহলভি বলেন, বর্তমান ইসলামিক প্রজাতন্ত্রের অধীনে ইরানের বৈশ্বিক ভাবমূর্তি গড়ে উঠেছে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়ে।

তার ভাষায়, একটি মুক্ত ও গণতান্ত্রিক ইরান এই চিত্র বদলে দেবে এবং অঞ্চলটির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভবিষ্যৎ ইরান একটি দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে।

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়ে রেজা পাহলভি স্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, “ইরানের পারমাণবিক সামরিক কর্মসূচির অবসান ঘটানো হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি যেকোনো ধরনের সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।” তিনি আরও বলেন, মুক্ত ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থী ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে পাহলভি বলেন, ভবিষ্যৎ ইরান আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য নিজেকে উন্মুক্ত করবে। তিনি ইরানকে বিশ্বের অন্যতম বৃহৎ অথচ অব্যবহৃত বাজার হিসেবে উল্লেখ করেন। তার মতে, সঠিক নীতি ও স্থিতিশীল পরিবেশ তৈরি হলে দেশটি দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগোতে পারবে।

তিনি আরও জানান, নতুন ইরান একটি নির্ভরযোগ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখতে চায়। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বার্তার শেষাংশে রেজা পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “একটি মুক্ত ইরান শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্বের শক্তি হয়ে উঠবে।” তার মতে, ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের আকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক সমর্থনের ওপর।

বর্তমানে ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রেজা পাহলভির এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির প্রস্তাব: অর্থনীতির ওপর বাড়ত

চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির প্রস্তাব: অর্থনীতির ওপর বাড়ত