মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি যুব ম্যারাথনের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় এ কর্মসূচি শুরু হয়। ভোর থেকেই উদ্যানে বিভিন্ন এলাকা থেকে আগত তরুণদের উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
ম্যারাথনের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। উদ্বোধনের আগেই অংশগ্রহণকারীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি ধীরে ধীরে একটি বড় পরিসরের আয়োজনের রূপ নেয়, যেখানে বিজয় দিবস ঘিরে উৎসবমুখর আবহ তৈরি হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক তরুণ এই ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা এবং বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়।
ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। নির্ধারিত রুটজুড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিছু সময়ের জন্য উৎসবমুখর দৃশ্য দেখা যায়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, স্বাধীনতার মূল্যবোধ এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজের দায়িত্বের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এমন আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের প্রধান লক্ষ্য।
কসমিক ডেস্ক