ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আগামী ২১ জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে খেলবে কি না—সে বিষয়ে পরিষ্কার অবস্থান জানতে চায় সংস্থাটি।
শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আইসিসি এই সময়সীমা জানিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। সপ্তাহের ব্যবধানে অনুষ্ঠিত এই বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসেনি। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে—বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়।
বিসিবির দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সেই বিবেচনায় তারা আইসিসির কাছে প্রস্তাব দিয়েছে, নিজেদের ম্যাচগুলো যেন সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে আইসিসি এ প্রস্তাবে সায় দেয়নি।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের মূল সূচি কোনোভাবেই পরিবর্তন করা হবে না। সংস্থাটির মূল্যায়নে ভারতের জন্য সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি ‘মধ্যম থেকে উচ্চ’ হলেও বাংলাদেশ দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হুমকি নেই। এই যুক্তিতেই ভেন্যু পরিবর্তন বা গ্রুপ পুনর্বিন্যাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইসিসি।
বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ–সিতে। এই গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল, যাতে বাংলাদেশ অন্য ভেন্যুতে খেলতে পারে। তবে আইসিসি সেই প্রস্তাবও গ্রহণ করেনি।
সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে—অর্থাৎ ২১ জানুয়ারির মধ্যে—বিসিবি যদি ভারত সফরে চূড়ান্তভাবে ‘না’ জানায়, তাহলে আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার পথে হাঁটতে পারে। বর্তমান আন্তর্জাতিক র্যাঙ্কিং বিবেচনায় সেই ক্ষেত্রে স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এ অবস্থায়, আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয়ে যাবে—ভারতে খেলবে, নাকি বিশ্বকাপই হাতছাড়া হবে, সে সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
কসমিক ডেস্ক