২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ছবির ক্যাপশন: বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
ad728

দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার কাছে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয় এবং শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হয়।

এদিকে বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার অবসরে যান। এদিন তার চাকরির বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিদায়ী বছরের শেষ দিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প

বিদায়ী বছরের শেষ দিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প