মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী সবজির দাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী সবজির দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী সবজির দাম ছবির ক্যাপশন:
ad728

শীত মৌসুম শেষ হওয়ার আগেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যা ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, রামপুরা, খিলগাঁও, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায়, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায়।

শীতকালীন জনপ্রিয় সবজি ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও গত কয়েকদিনে বেড়েছে। কয়েকদিন আগেও যেসব ফুলকপি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেগুলোর দাম ৪০ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।

মালিবাগ বাজারের এক ক্রেতা সাবিনা আক্তার বলেন, “কয়েকদিন আগেই ২০–৩০ টাকায় ফুলকপি কিনেছি। আজ একই ফুলকপি ৫০ টাকা হাঁকা হচ্ছে। দরদাম করে ৪০ টাকায় নিতে হয়েছে।” তার মতে, শীত এখনো পুরোপুরি শেষ হয়নি, অথচ বাজারে আগাম দাম বাড়া অস্বস্তিকর।

বিক্রেতারা বলছেন, শীতের শুরু ও মাঝামাঝি সময়ে মাঠপর্যায়ে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে। কিন্তু শীত শেষের দিকে অনেক এলাকায় সবজির ফলন কমতে শুরু করে। এর প্রভাব প্রথমে পাইকারি বাজারে পড়ে, পরে তা খুচরা বাজারে ছড়িয়ে পড়ে।

কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা জানান, “পাইকারি বাজারেই দাম বেড়েছে। আমরা আগের দামে সবজি কিনতে পারছি না। তাই খুচরা বাজারে দাম কিছুটা বাড়াতে হচ্ছে।”

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ বছর বড় কোনো সরবরাহ সংকট না থাকলেও মৌসুমি পরিবর্তনের কারণে সবজির বাজারে শীতশেষের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। এতে সাধারণ ভোক্তাদের মাসিক বাজার খরচ বাড়ছে।

ভোক্তারা আশঙ্কা করছেন, শীত পুরোপুরি শেষ হলে সবজির দাম আরও বাড়তে পারে। তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোরের সূর্য, শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্য: নীরব অবসাদ এড়ানোর

ভোরের সূর্য, শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্য: নীরব অবসাদ এড়ানোর