কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে কোনো পর্যটক না থাকায় এই ঘটনায় প্রাণহানি বা আহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, জাহাজটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে ওই সময় জাহাজে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কসমিক ডেস্ক