পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে বিবেচিত ‘কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সৌদি আরব সফরকালে এ সম্মান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের জারি করা রাজকীয় ডিক্রি অনুসারেই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এই পদক দেওয়া হয়েছে। এটি সৌদি আরবের রাষ্ট্রীয় সর্বোচ্চ জাতীয় সম্মান।
সরকারি সফরকালে ফিল্ড মার্শাল মুনির সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সম্পর্ক এবং পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইএসপিআর জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিম মুনিরের অবদান, বিশেষ করে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।
ফিল্ড মার্শাল আসিম মুনির এই সম্মানের জন্য বাদশাহ সালমান এবং সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এটিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ বন্ধনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
কসমিক ডেস্ক