রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিং ফেব্রুয়ারিতে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিং ফেব্রুয়ারিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিং ফেব্রুয়ারিতে ছবির ক্যাপশন:
ad728

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত শুক্রবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে যুক্ত কর্মী ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে রূপপুর প্রকল্প জাতীয় বিদ্যুৎখাতে একটি যুগান্তকারী সংযোজন হতে যাচ্ছে।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১ থেকে কার্যকরভাবে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে গণসংযোগে বিএনপি নেতা মির্জা

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে গণসংযোগে বিএনপি নেতা মির্জা