রাজনৈতিক দলগুলোর প্রতি বাপা’র ১২ দফা পরিবেশ সুপারিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজনৈতিক দলগুলোর প্রতি বাপা’র ১২ দফা পরিবেশ সুপারিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
রাজনৈতিক দলগুলোর প্রতি বাপা’র ১২ দফা পরিবেশ সুপারিশ ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ১২ দফা সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। একই সঙ্গে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি আদায়ে সাধারণ মানুষকে সক্রিয় ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এবং সঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির। মূল প্রস্তাব পাঠ করেন বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ড. নজরুল ইসলাম বলেন, আইনের কঠোর প্রয়োগ ছাড়া পরিবেশ সংরক্ষণ শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধি একা মানুষের জীবনমানের প্রকৃত সূচক হতে পারে না; এর সঙ্গে অবশ্যই পরিবেশের মান যুক্ত থাকতে হবে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। এসব সুপারিশের মধ্যে রয়েছে—বায়ু দূষণ নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও নিষ্কাশন, জলাশয় ধ্বংসকারী তরল বর্জ্য বন্ধ, নদী দখল ও অবক্ষয় রোধ, জলাবদ্ধতার নিরসন, উপকূলীয় অঞ্চল রক্ষা, ভারতের কাছ থেকে নদীর ন্যায্য হিস্যা আদায়, তিস্তা রক্ষায় দেশীয় পরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বনাঞ্চল সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন এবং যানজট নিরসন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও পরিবেশের বিষয়টি প্রায়ই উপেক্ষিত থাকে। তার মতে, পরিবেশ সংস্কার ও সংরক্ষণ কোনো সরকারেরই অগ্রাধিকার তালিকায় থাকে না। তিনি ভবিষ্যৎ সরকারের কাছ থেকে পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দাবি করেন।

বাপা’র সহ-সভাপতি মহিদুল হক খান বলেন, পরিবেশ রক্ষায় সামগ্রিকভাবে নতুন করে চিন্তা করতে হবে এবং সুনির্দিষ্ট সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বায়ু ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্য সহ-সভাপতি জাকির হোসেন বলেন, প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির কারণেই পরিবেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়া হয়। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও সীমাহীন দুর্নীতিই পরিবেশ দূষণের বড় কারণ।

সংবাদ সম্মেলনের সঞ্চালক আলমগীর কবির বলেন, নির্বাচনের সময় এলেই রাজনৈতিক দলগুলো পরিবেশ রক্ষার নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্বাচনের পর সেগুলো বাস্তবায়ন হয় না। তিনি দাবি করেন, এবার যেন দলগুলো শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব উদ্যোগ নেয়।

সংবাদ সম্মেলনে বাপা’র সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনসহ সংগঠন দুটির নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জোট প্রশ্নে এনসিপিতে ভিন্ন সুর: বিরোধিতার পর এবার সমর্থনে ১৭

জোট প্রশ্নে এনসিপিতে ভিন্ন সুর: বিরোধিতার পর এবার সমর্থনে ১৭