আপিলে মনোনয়ন বৈধতা পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল সালেহী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আপিলে মনোনয়ন বৈধতা পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল সালেহী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
আপিলে মনোনয়ন বৈধতা পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল সালেহী ছবির ক্যাপশন:
ad728
আপী‌লে ম‌নোনয়ন বৈধতা পে‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আস‌নের বাংলা‌দেশ জামায়াতী ইসলাম ম‌নোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানু‌য়া‌রি) সন্ধ‌্যায় ৭টার পর তার মনোনয়ন বৈধ হি‌সে‌বে ঘোষণা  করেন নির্বাচন কমিশন।

বিষয়‌টি জামায়াতী ইসলাম ম‌নোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ফেসবুক পোস্টে জা‌নি‌য়ে‌ছেন।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাই-বাছাই শে‌ষে জামায়াত ম‌নোনীত প্রার্থী মাহবুবুল আলম সা‌লেহীর মনোনয়নপত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। প‌রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় প‌রে রোববার (৪ জানুয়ারি) পূ‌র্বের সিদ্ধান্ত বহাল ক‌রে জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ রা‌য়ের বিপরী‌তে নির্বাচন ক‌মিশ‌নে আপীল ক‌রেন জামায়াত প্রার্থী মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ক‌মিশ‌নে আপীল শুনানি সম্পন্ন হ‌লেও সে‌দিন রায় দেন‌নি ক‌মিশন। রোববার (১৮ জানু‌য়া‌রি) আপীল বিভা‌গ তার মনোনয়ন বৈধতা ঘোষণা ক‌রেন।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় প্রতিদিন গড়ে দুইটি বেওয়ারিশ লাশ দাফন

ঢাকায় প্রতিদিন গড়ে দুইটি বেওয়ারিশ লাশ দাফন