স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে এ ঘটনা ঘটে।
ব্রিফিং শেষে উপদেষ্টা সাংবাদিকদের কাছে জানতে চান, কারও কোনো প্রশ্ন আছে কি না। এ সময় এক সাংবাদিক যশোরে ঘটে যাওয়া ওই ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে উপদেষ্টা বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।’
এ সময় আরেক সাংবাদিক উল্লেখ করেন, তিনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও। উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’
এক সাংবাদিক তাকে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিলে উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ নই। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না।’
পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া না দেওয়ার প্রশ্ন নয়, বরং তিনি অপরাধীদের জামিনের বিরোধিতা করেন এবং আবারও কৃষি বিষয়ে প্রশ্ন করার অনুরোধ জানান।
এরপর পুনরায় যশোরের ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা আর কোনো উত্তর না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন।