চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা চার দিন মাছবাজার বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা চার দিন মাছবাজার বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা চার দিন মাছবাজার বন্ধ ছবির ক্যাপশন:
ad728

নীলফামারীর সৈয়দপুরে কিছু ব্যক্তির অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে টানা চার দিন ধরে মাছবাজার বন্ধ রয়েছে। এতে প্রতিদিন মাছ কিনতে এসে অসংখ্য ক্রেতা খালি হাতে ফিরে যাচ্ছেন।

মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটের মাছবাজারে গত এক বছরের বেশি সময় ধরে ওয়াকার (৩৬) নামের এক যুবক নিয়মিত চাঁদাবাজি করে আসছিলেন। তিনি শহরের গোয়ালপাড়া মসজিদ এলাকার চুন্নুর ছেলে বলে জানা গেছে।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ওয়াকার ও তার সহযোগীরা প্রতিটি দোকান থেকে দৈনিক ২০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের দাঁড়িপাল্লা ও অন্যান্য সরঞ্জাম জোরপূর্বক নিয়ে যাওয়া হতো। এ ছাড়া চাঁদা না দেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিন ধরে হুমকি-ধমকির মুখে থাকলেও বিষয়টি প্রশাসনকে জানালে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ওয়াকারের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। বরং সাম্প্রতিক সময়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি ব্যবসায়ীদের।

এই পরিস্থিতিতে চাঁদাবাজি বন্ধ, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রবিবার মাছ ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছবাজার বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে এই অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে, যা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয়ের জন্যই বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুমের রাজনীতি বন্ধে গোয়েন্দা সংস্থাকে জবাবদিহির আওতায় আনার দ

গুমের রাজনীতি বন্ধে গোয়েন্দা সংস্থাকে জবাবদিহির আওতায় আনার দ