শাহজালালের থার্ড টার্মিনাল এই সরকারের মেয়াদে নয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাহজালালের থার্ড টার্মিনাল এই সরকারের মেয়াদে নয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
শাহজালালের থার্ড টার্মিনাল এই সরকারের মেয়াদে নয় ছবির ক্যাপশন:
ad728

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ। তিনি জানান, বর্তমান সরকারের সময়কালে টার্মিনালটি চালুর পরিকল্পনা নেই।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬’ জারি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে অধ্যাদেশ দুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, নতুন এই আইন বাস্তবায়নের মাধ্যমে বিমান টিকিট বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধ করা সম্ভব হবে। টিকিট বিক্রিতে অসাধু ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে যে সিন্ডিকেশন গড়ে উঠেছিল, নতুন অধ্যাদেশের মাধ্যমে তা ভেঙে দেওয়া হবে বলে তিনি জানান।

উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নিয়ে যাত্রীদের ভোগান্তি কমানোই সরকারের অন্যতম লক্ষ্য। নতুন আইনে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে যাত্রীদের ন্যায্য মূল্যে টিকিট নিশ্চিত করা যায়।

বিমানের ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে তিনি বলেন, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে যাতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পাশের দেশে ডাইভারশন না হয়, সে জন্য কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে জরুরি পরিস্থিতিতে বড় বিমানের অবতরণ সম্ভব হবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ কার্যকর হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এসব আইনের মাধ্যমে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষণ করা যাবে। পাশাপাশি পর্যটন খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রেও নতুন অধ্যাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হলেও সময়সীমা নিয়ে বারবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি চালু না হওয়ার ঘোষণায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলশানে তারেক রহমান–কানাডা হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে তারেক রহমান–কানাডা হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ