জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ফিটনেস ও অ্যাভেইলেবিলিটির ভিত্তিতে নির্বাচকরা এখন থেকে সাকিবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির এক জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমজাদ হোসেন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে—সাকিব আল হাসান শারীরিকভাবে যেসব ভেন্যুতে খেলার উপযোগী থাকবেন, সেসব সিরিজে তাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নেওয়া হবে। দেশে কিংবা বিদেশে অনুষ্ঠিত যেকোনো আসন্ন সিরিজেই নির্বাচকরা তাকে দলে ডাকতে পারবেন।
বিসিবি সূত্র জানায়, পুরোপুরি ফিট থাকলে সাকিব বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজগুলোতে মাঠে নামার সুযোগ পাবেন। পাশাপাশি তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি, যা তার প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া সাকিবের চলমান আইনি বিষয়গুলো নিয়েও বোর্ড সক্রিয় ভূমিকা নিতে চায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন ভক্তরা। দীর্ঘদিন পর আবারও নীল-সবুজ জার্সিতে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
এখন অপেক্ষা কেবল মাঠে ফেরার সেই মুহূর্তের—যখন আবারও জাতীয় দলের হয়ে ব্যাট ও বল হাতে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।