লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস: টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৬ হাজার রান কোহলির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস: টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৬ হাজার রান কোহলির

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস: টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৬ হাজার রান কোহলির ছবির ক্যাপশন:
ad728

দেড় দশক পর ভিজায় হাজারে ট্রফিতে ফিরে নিজের প্রত্যাবর্তন ম্যাচটিকেই স্মরণীয় করে রাখলেন ভিরাট কোহলি। আন্ধ্রার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করার পথে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের নতুন রেকর্ড গড়েছেন।

এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের দখলে। টেন্ডুলকার ৩৯১ ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানে পৌঁছান। কোহলি সেখানে পৌঁছে যান মাত্র ৩৩০ ইনিংসে, যা তাঁকে এই ফরম্যাটে দ্রুততম রানসংগ্রাহকে পরিণত করেছে।

২০১০ সালের পর এই প্রথম ভিজায় হাজারে ট্রফিতে খেলতে নামেন কোহলি। দিল্লির হয়ে তাঁর আগের অংশগ্রহণ ছিল সার্ভিসেস দলের বিপক্ষে। ওয়ানডের বাইরে সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ তিনি খেলেছিলেন ২০১৩ সালের সেপ্টেম্বরে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে।

কোহলির এই প্রত্যাবর্তনের খবরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তন করে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে দর্শকশূন্য মাঠে ম্যাচটি আয়োজন করা হয়। মাঠে উপস্থিত থেকে ঐতিহাসিক ইনিংস দেখার সুযোগ পাননি দর্শকরা।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে কোহলি লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৫৮তম শতক পূর্ণ করেন এবং একই সঙ্গে টেন্ডুলকারের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে দেন। টেন্ডুলকার লিস্ট ‘এ’ ক্রিকেটে মোট ৫৫১ ম্যাচের ৫৩৮ ইনিংসে করেছেন ২১ হাজার ৯৯৯ রান। অন্যদিকে ওয়ানডেতে তাঁর সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান।

কোহলির লিস্ট ‘এ’ যাত্রার প্রথম চারটি সেঞ্চুরিই এসেছিল ভিজায় হাজারে ট্রফিতে, ২০০৯ মৌসুমে। এরপর ওয়ানডে ক্রিকেটে তিনি করেছেন ৫৩টি সেঞ্চুরি। বর্তমানে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার থেকে শুরু করে পরবর্তী প্রতিটি দ্রুততম হাজার রানের রেকর্ডই কোহলির দখলে।

দ্রুততম ১৬ হাজার রানের তালিকায় ভারতীয় হিসেবে কোহলির সঙ্গে আছেন কেবল টেন্ডুলকার। অন্যদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অনিয়মিত জীবনযাপনেও ১০১ বছর বয়সে সুস্থ চীনা নারী

অনিয়মিত জীবনযাপনেও ১০১ বছর বয়সে সুস্থ চীনা নারী