শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কেছরিগুল গ্রামের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৫), যিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা, এবং তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)।
স্থানীয়রা জানিয়েছেন, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আরও একজন—মো. জমির উদ্দিন—গুরুতর আহত হয়েছেন এবং তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রব বলেন, ‘পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্ববিরোধে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।’ বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
কসমিক ডেস্ক