হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই শেষ হবে: উপদেষ্টা রিজওয়ানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই শেষ হবে: উপদেষ্টা রিজওয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই শেষ হবে: উপদেষ্টা রিজওয়ানা ছবির ক্যাপশন:
ad728

হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এই সরকারের মেয়াদেই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট।

শনিবার সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মকে উদ্দেশ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সরকার আইনের শাসনের প্রশ্নে দায়বদ্ধ এবং হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও সরকার একটি নির্দিষ্ট সময়সীমার কথা জানিয়েছে, যার মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হবে এবং বিচার কার্যক্রম শেষ করা হবে।

ভোটাধিকার প্রয়োগের বিষয়ে নতুন ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করা জরুরি, যাতে পরবর্তী পাঁচ বছরে অনুশোচনার প্রয়োজন না হয়। একই সঙ্গে তিনি গণভোটে সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।

সমাজে আস্থার সংকট প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে এমন এক প্রবণতা তৈরি হয়েছে যেখানে কাউকেই বিশ্বাস করা যায় না বলে প্রচার করা হয়। সবাইকে বিতর্কিত করে তুললে জাতি ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না—এটাই সরকারবিরোধীদের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

সমাবর্তিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ তাঁদের জীবনের এক অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হলো। পারিবারিক, সামাজিক, জাতীয় ও বৈশ্বিক দায়িত্ব সম্পর্কে ভাবনার সূচনা এখন থেকেই হওয়া প্রয়োজন। এই চিন্তার জায়গাটিই তাঁদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, দেশের পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে এই তরুণরাই। তাঁদের সাহস, আত্মত্যাগ ও নির্ভীক অবস্থান বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবতার দিকে এগিয়ে নিয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টে তরুণদের ভূমিকার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিবার্য কারণে স্থগিত জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা ঘোষণা

অনিবার্য কারণে স্থগিত জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা ঘোষণা