কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফসহ একজন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফসহ একজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফসহ একজন আটক ছবির ক্যাপশন:
ad728

মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯৬ বোতল এস্কাফ জব্দ করেছে র‍্যাব-১৩। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলীর বসতবাড়ি থেকে ফেনসিডিলজাতীয় মাদক হিসেবে পরিচিত এস্কাফ ডিএক্সের ৯৬ বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. লিয়াকত আলী (৪৫), পিতা—নককেছ আলী। তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিলজাতীয় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, জব্দকৃত মাদক ও গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার

আঃ মাবুদ


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজবাড়ীতে গাড়িচাপায় পাম্পকর্মী নিহত: চালকের ১৬৪ ধারায় স্বীকা

রাজবাড়ীতে গাড়িচাপায় পাম্পকর্মী নিহত: চালকের ১৬৪ ধারায় স্বীকা