হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ ছবির ক্যাপশন: ধানমন্ডিতে ছায়ানট ভবনের সামনে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।
ad728

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে গানে গানে তাদের প্রতিবাদ জানায়।

কর্মসূচি চলাকালে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে হামলার বিচার দাবি এবং শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠানে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা ফুটে ওঠে। শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচিতে সংস্কৃতিচর্চার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এর আগে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কথা উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

জানা গেছে, আগের রাত আনুমানিক একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুত হচ্ছে শায়েস্তাগঞ্জের বিশাল

তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুত হচ্ছে শায়েস্তাগঞ্জের বিশাল