ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিচ্ছিন্ন বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেললাইনের নরসিংদীর তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, এদিন ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক হঠাৎ খুলে যায়। এতে বগি দুটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূর পর্যন্ত আলাদাভাবে চলতে থাকে।
বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেককে দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে যেতে দেখা যায়। এ সময় এলাকায় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আড়িখোলা রেলওয়ে স্টেশনমাস্টার মো. কাইয়ুম জানান, দড়িপাড়া রেলগেটের গেটকিপার ফোন করে বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বগিগুলোর সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করেন।
তিনি বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। সংযোগ সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল চলাচল।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন জানান, চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সংযোগস্থলের যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ট্রেনের সংযোগ ও যান্ত্রিক অংশগুলোর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা আরও জোরদার করা হবে।
কসমিক ডেস্ক