তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত রাজধানীর জীবনযাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত রাজধানীর জীবনযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত রাজধানীর জীবনযাত্রা ছবির ক্যাপশন:
ad728

শীত মৌসুম শুরু হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। ভোর হতে না হতেই গ্যাসের চাপ কমে যায়, দিনের বেলা প্রায় পুরো সময়ই চুলায় আগুন পাওয়া যায় না। কোথাও আগুন জ্বলে, আবার মুহূর্তেই নিভে যায়—এই লুকোচুরি পরিস্থিতিতে স্বাভাবিক রান্নাবান্না কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

রাজধানীর লক্ষ্মীবাজার, বকশীবাজার, মানিকনগরসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় এই সংকট সবচেয়ে প্রকট। গৃহিণী ও গৃহকর্মীদের দিনের পর দিন ভোগান্তির মধ্যে রান্নার কাজ সারতে হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে রাত ১০টার পর বা কাকডাকা ভোরে দিনের রান্না শেষ করছেন।

লক্ষ্মীবাজারের বাসিন্দা নাজমুন নাহার বলেন, সারাদিন গ্যাস থাকে না বললেই চলে। সন্ধ্যায়ও চাপ থাকে না, ফলে বাধ্য হয়ে রাতেই রান্না করতে হয়। কবে যে এই সমস্যা থেকে মুক্তি মিলবে, তা জানা নেই।

ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহনাজ পারভীন জানান, সকালে গ্যাসের চাপ এত কম থাকে যে এক কাপ চা বানাতেও প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বকশীবাজারের বাসিন্দা উম্মে হানি খুশি বলেন, শীতের শুরু থেকেই ঠিকমতো রান্না করতে পারছেন না। দিনের বেলা গ্যাস না থাকায় অনেক সময় না খেয়েই থাকতে হচ্ছে।

মানিকনগরের বাসিন্দা ফারজানা হিয়া বলেন, প্রতিবছর শীতকালে একই পরিস্থিতি তৈরি হয়। গ্যাস লাইনের পাইপে বরফ জমে যাওয়ায় সরবরাহের গতি কমে যায় বলে ধারণা করা হয়। একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। মোট গ্যাস চাহিদার প্রায় ৮ শতাংশ ব্যবহৃত হয় আবাসিক খাতে। তবে এই খাতের গ্রাহকরাই বর্তমানে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার।

পুরান ঢাকার সদরঘাট, বাংলাবাজার, লালকুঠি, কলতাবাজার, কাজী আব্দুর রউফ লেন, হাজী আব্দুল মজীদ লেন, রোকনপুর, পাঁচ ভাই ঘাট লেন, রায়ের সাহেব বাজার, বাণীয়ানগর, পাহাড়টুলি, ধোলাইখাল, বংশাল, নবাবপুর, নাজিরাবাজার, একরামপুর, বকশীবাজার, কশায়টুলি, ছুরিটোলা, কুলুটোলা, মীর হাজীরবাগ, খোকার মাঠসহ আরও বহু এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে।

এ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে পারছেন না। তবে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

নগরবাসীর দাবি, প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি না করে টেকসই সমাধানের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে কারা? একে একে যেসব দেশ হুমকির

ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে কারা? একে একে যেসব দেশ হুমকির