দুর্নীতি মামলায় রুবিনা আক্তার দম্পতির আয়কর নথি জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুর্নীতি মামলায় রুবিনা আক্তার দম্পতির আয়কর নথি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
দুর্নীতি মামলায় রুবিনা আক্তার দম্পতির আয়কর নথি জব্দ ছবির ক্যাপশন:
ad728

দুর্নীতির অভিযোগের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রাসেদুল ইসলাম তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সৈয়দা রুবিনা আক্তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রাখেন।

এ ছাড়া আবেদনে বলা হয়, রুবিনার স্বামী মোশাররফ হোসেন সরদার একজন নিয়মিত আয়কর দাতা হলেও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত পরিচালনার জন্য আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর রিটার্নের মূলকপি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত দুদকের আবেদনে সাড়া দিয়ে তদন্তের স্বার্থে উভয়ের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ: কম দামে বেশি গতি

বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ: কম দামে বেশি গতি