ভোটে বাধা দিলে সে-ই শেখ হাসিনা হয়ে যাবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটে বাধা দিলে সে-ই শেখ হাসিনা হয়ে যাবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
ভোটে বাধা দিলে সে-ই শেখ হাসিনা হয়ে যাবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ছবির ক্যাপশন:
ad728

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ভোটাধিকার প্রয়োগে কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে সে নিজেই শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করবে। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় এবং সে লক্ষ্যে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির মূল উদ্দেশ্য ছিল ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা চাই যাকে ইচ্ছা তাকে ভোট দেব, কিন্তু অন্যের ভোটাধিকার প্রয়োগে কোনোভাবেই বাধা দেব না। যদি কেউ বাধা দেয়, তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে। আমরা শেখ হাসিনা হতে চাই না। তাই সবার ভোটাধিকার উন্মুক্ত রাখতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। কখনো রাতের ভোট, কখনো প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন, আবার কখনো ভুয়া ও ডামি ভোটের মাধ্যমে জনগণের মতামত দমন করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, গণভোট কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে। জনগণ যদি বৈষম্য, নিপীড়ন, দুর্নীতি ও অবিচারের অবসান চায়, তাহলে তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর যারা অন্যায় ও অনিয়মের পক্ষে থাকবে, তারা ‘না’ ভোট দেবে। সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়া।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনের মাধ্যমেই দেশ একটি নতুন সময়ে প্রবেশ করেছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না। ভোট দেওয়ার মাধ্যমে জনগণই ঠিক করবে কে সরকার গঠন করবে এবং কে সংসদে গিয়ে তাদের কণ্ঠস্বর হবে।

ড. আসিফ নজরুল জানান, এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং একইসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর সরকার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে— রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ নির্বাচন আয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এসএম প্রকৌশলী ইমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিপুল সংখ্যক ছাত্র-জনতা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ধর্ম টানলে পক্ষপাতিত্ব হয়, সতর্ক করলেন মির্জা ফখরুল

ধর্ম টানলে পক্ষপাতিত্ব হয়, সতর্ক করলেন মির্জা ফখরুল