প্রতিহিংসা নয়, ঐক্যই লক্ষ্য: বিএনপি প্রার্থী কামরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতিহিংসা নয়, ঐক্যই লক্ষ্য: বিএনপি প্রার্থী কামরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
প্রতিহিংসা নয়, ঐক্যই লক্ষ্য: বিএনপি প্রার্থী কামরুল ছবির ক্যাপশন:
ad728

সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে তৃণমূলের জনপ্রিয় নেতা ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের ওপর চূড়ান্ত আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এর আগে এই আসনে প্রাথমিকভাবে অন্য একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও মনোনয়ন জমাদানের শেষ দিনে কামরুজ্জামান কামরুলকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার হাতে চূড়ান্ত মনোনয়ন তুলে দেন।

তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত। ২০১৬ সালের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় চাঁদা তুলে তার নির্বাচনী ব্যয় নির্বাহ করেছিলেন বলে স্থানীয়রা জানান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাদুকাটা নদীসহ হাওরাঞ্চলে বালু ও পাথর লুটের অভিযোগ ওঠে। ওই সময় কামরুজ্জামান কামরুল প্রকাশ্যে প্রতিবাদ জানান এবং প্রশাসনিক সভাসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবি তোলেন। এতে কিছু প্রভাবশালী গোষ্ঠীর বিরোধিতা সৃষ্টি হলেও স্থানীয় জনগণের সমর্থন পান তিনি।

বিএনপির তৃণমূল নেতারা জানান, ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে আসা কামরুল নব্বইয়ের দশকে হাওর অঞ্চলের ওয়াটারলর্ডদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে হাওর কৃষকদের ন্যায্য দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পূর্ববর্তী সরকারের সময়ে একাধিক মামলায় তাকে হয়রানির শিকার হতে হয় এবং এক বছর কারাভোগও করেন তিনি। ২০২৪ সালের নির্বাচন বর্জনের আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

চূড়ান্ত মনোনয়ন জমার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এ সময় কামরুজ্জামান কামরুল বলেন,
‘আমাদের বৃহৎ আসনে অনেক জনপ্রিয় প্রার্থী ছিলেন। তারাও মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন। আমরা সবাই বৃহৎ দলের হয়ে প্রতিযোগিতা করেছি। কারও সঙ্গে আমার কোনো প্রতিহিংসা নেই। এখন ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন থেকে যারা বঞ্চিত হয়েছেন, তাদের ও তাদের সমর্থকদের সহযোগিতা কামনা করছি। বিভেদ ভুলে সুনামগঞ্জ-১ আসনকে ধানের শীষের শক্ত ঘাঁটিতে পরিণত করার আহ্বান জানান তিনি।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল বলেন, তৃণমূলের ভালোবাসা ও সমর্থনই কামরুজ্জামান কামরুলের বড় শক্তি। দলীয় চেয়ারম্যান তারেক রহমান একজন যোগ্য নেতার হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাকসু নির্বাচন দাবি করায় ছাত্রদল নেতা জুনায়েদ হাসান আজীবন বহ

শাকসু নির্বাচন দাবি করায় ছাত্রদল নেতা জুনায়েদ হাসান আজীবন বহ