যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
যে কারণে মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা ছবির ক্যাপশন:
ad728

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন তার সাবেক প্রেমিকা ও এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। অভিযোগে বলা হয়েছে, এক্সএআইয়ের এআই চ্যাটবট ‘গ্রোক’ তার অনুমতি ও সম্মতি ছাড়া আপত্তিকর কৃত্রিম ছবি বা ডিপফেক তৈরি করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় অ্যাশলি সেন্ট ক্লেয়ার জানান, গ্রোকের মাধ্যমে তার নামে ডজনেরও বেশি যৌন হয়রানিমূলক ও অবমাননাকর ছবি তৈরি করা হয়েছে। এসব ছবির কিছুতে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেন্ট ক্লেয়ারের দাবি, এসব কনটেন্ট এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা তার জন্য মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।

মামলায় বলা হয়, গ্রোক এই ধরনের ছবি তৈরি বন্ধ করবে—এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং একের পর এক ডিপফেক কনটেন্ট তৈরি হতে থাকে। এ কারণে এক্সএআইয়ের বিরুদ্ধে দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার।

এই অভিযোগের জবাবে ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গ্রোক নিজে থেকে কোনো ছবি বা কনটেন্ট তৈরি করে না। সবকিছু ব্যবহারকারীর অনুরোধের ভিত্তিতেই তৈরি হয়। তার মতে, গ্রোক ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে, দায়ভার সংশ্লিষ্ট ব্যবহারকারীর ওপরই বর্তাবে।

মাস্ক আরও উল্লেখ করেন, গ্রোক দিয়ে তৈরি কনটেন্ট আপলোড করা হলে সেটিও অন্য যেকোনো অবৈধ কনটেন্ট প্রকাশের মতোই আইনি পরিণতির মুখে পড়বে। তবে এই ব্যাখ্যা সেন্ট ক্লেয়ারের অভিযোগকে খণ্ডন করার জন্য যথেষ্ট নয় বলে তার আইনজীবীরা দাবি করছেন।

এদিকে, নারী ও শিশুদের যৌনভাবে উপস্থাপন করার অভিযোগে সাম্প্রতিক সময়ে টানা দুই সপ্তাহ ধরে সমালোচনার মুখে পড়ে এক্সএআই। এরই প্রেক্ষিতে বুধবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি জানায়, যেসব দেশে আইনগতভাবে নিষিদ্ধ, সেখানে গ্রোক ও এক্স প্ল্যাটফর্মে বাস্তব মানুষের বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ পোশাকে কৃত্রিম ছবি তৈরির সুবিধা জিওব্লক করা হবে।

এছাড়া বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এক্স কর্তৃপক্ষ জানায়, শিশু যৌনশোষণ, সম্মতিহীন নগ্নতা ও অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্টের বিরুদ্ধে প্ল্যাটফর্মটির ‘শূন্য সহনশীলতা নীতি’ কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ২৭ বছর বয়সী অ্যাশলি সেন্ট ক্লেয়ার বর্তমানে ইলন মাস্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পেশাগতভাবে তিনি একজন ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার জন্ম ২০২৪ সালে।

সেন্ট ক্লেয়ারের পক্ষে মামলাটি পরিচালনা করছেন ভুক্তভোগীদের অধিকারবিষয়ক আইনজীবী ক্যারি গোল্ডবার্গ। তিনি অভিযোগ করে বলেন, এক্সএআই কোনোভাবেই নিরাপদ প্ল্যাটফর্ম নয় এবং এটি জনস্বার্থের জন্য ক্ষতিকর। তার ভাষায়, গ্রোককে ইচ্ছাকৃতভাবে অ্যাশলিকে অপমান ও হয়রানি করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের ইইউ প্রতিনিধি দল আসছ

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের ইইউ প্রতিনিধি দল আসছ