গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজের ফেসবুক পেজ এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণামূলক ওই ফটোকার্ড প্রকাশ করেন।

শেয়ার করা ফটোকার্ডে লেখা রয়েছে—
“গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এ ধরনের ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। এই কার্যক্রম আগামী রবিবার পর্যন্ত চলবে।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক এই প্রচারণার মূল লক্ষ্য হলো গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে অসহায়দের পাশে বিএনপি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে অসহায়দের পাশে বিএনপি