দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ছবির ক্যাপশন:
ad728

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএনপি তাদের দুটি পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করেছে। শুক্রবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি। একই দিনে বিকাল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আরেকটি কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে।

দলীয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উদ্ভূত গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির সার্বিক দিক পর্যালোচনার অংশ হিসেবেই কর্মসূচি দুটি স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও এ বৈঠক থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সংস্থান ব্যর্থতায় বিদ্যুৎ–শিল্প–গৃহস্থালি সংকটে

গ্যাস সংস্থান ব্যর্থতায় বিদ্যুৎ–শিল্প–গৃহস্থালি সংকটে