শহীদ জিয়ার কবর ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান, জুমার পর দেশজুড়ে মসজিদে দোয়া অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শহীদ জিয়ার কবর ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান, জুমার পর দেশজুড়ে মসজিদে দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
শহীদ জিয়ার কবর ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান, জুমার পর দেশজুড়ে মসজিদে দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

১৭ বছর পর দেশে ফিরে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার বাদ জুমা বেলা দুইটার দিকে তিনি ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। সকাল ১১টা ৪৩ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্বাভাবিক সময়ে আধা ঘণ্টার পথ অতিক্রম করতে তারেক রহমানের সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরাকে ঘিরে পুরো সড়কজুড়ে মানুষের ঢল নামে।

তারেক রহমানের আগমন ও চলাচলকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তাকে বহনকারী বাসের সামনে-পেছনে ও দুই পাশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি: স্ত্রীসহ ৯৫ জনকে আসামি করল দুদ

এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি: স্ত্রীসহ ৯৫ জনকে আসামি করল দুদ