উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং খাতের কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন অর্ডার হ্রাস এবং কাঁচামালের বাড়তি খরচ শিল্প উৎপাদনের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্কের সরাসরি প্রভাব পড়েছে দেশটির উৎপাদন খাতে।

ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা যায়, নিকট ভবিষ্যতে শিল্প খাতের দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনা কম। যদিও কিছু অর্থনীতিবিদ আশা করছেন, কর হ্রাসের কারণে চলতি বছরে শিল্প খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে।

জরিপে অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্কের কারণে আমদানি করা কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাসায়নিক পণ্য উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান মুক্ত বাণিজ্যে আংশিক প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে বিপুল পরিমাণ রাজস্ব যোগ হচ্ছে এবং এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিনিয়োগে লাভবান কিছু খাত ছাড়া সামগ্রিকভাবে এই শুল্ক নীতি উৎপাদন খাতকে দুর্বল করেছে।

আইএসএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) কমে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯-এ, যা আগের মাসে ছিল ৪৮ দশমিক ২। এটি ২০২৪ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। পিএমআই সূচক ৫০-এর নিচে থাকা মানে উৎপাদন খাতে সংকোচন, যা যুক্তরাষ্ট্রের মোট অর্থনীতির প্রায় ১০ দশমিক ১ শতাংশ জুড়ে রয়েছে। টানা দশ মাস ধরে সূচকটি ৫০-এর নিচে অবস্থান করছে।

মার্কিন শুল্ক নীতির প্রভাব চীনের অর্থনীতিতেও পড়েছে। রপ্তানিনির্ভর চীনা শিল্প খাতে গত নভেম্বর মাসে কর্মকাণ্ড চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ওই মাসে চীনের ম্যানুফ্যাকচারিং পিএমআই ছিল ৪৯ দশমিক ৯, যা আগের মাসে ছিল ৫০ দশমিক ৬।

বিশ্লেষকদের মতে, পিএমআই সূচক ৫০-এর নিচে নেমে আসা চীনের শিল্প উৎপাদনের ধারাবাহিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। নতুন অর্ডার কমে যাওয়ার পাশাপাশি কর্মী ছাঁটাই শুরু হওয়ায় কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

বিশ্বব্যাপী শুল্ক চাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ সুদের হার, মুদ্রাস্ফীতি এবং ভোক্তা চাহিদা কমে যাওয়াও চীনা পণ্যের অর্ডার হ্রাসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির শিল্প খাতে চাপ আরও বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘অপারেশন ডেভিল হান্ট’- যুবলীগ কর্মী ছেলেকে না পেয়ে বাবাকে গ্

‘অপারেশন ডেভিল হান্ট’- যুবলীগ কর্মী ছেলেকে না পেয়ে বাবাকে গ্