জামায়াত জোট ঘিরে এনসিপিতে বিদ্রোহ, একাধিক নেতা পদত্যাগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত জোট ঘিরে এনসিপিতে বিদ্রোহ, একাধিক নেতা পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
জামায়াত জোট ঘিরে এনসিপিতে বিদ্রোহ, একাধিক নেতা পদত্যাগ ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভক্তি প্রকাশ্যে এসেছে। গতকাল পর্যন্ত দলটির অন্তত পাঁচজন নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে ৩০ জন নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন। তবে একই সময়ে দলের ১১৪ জন কেন্দ্রীয় নেতা এই জোটের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের পাল্টাপাল্টি অভিযোগ, পদত্যাগ ও ভিন্নমত তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদিও দলটির শীর্ষ নেতৃত্ব দাবি করছে, এসব ঘটনায় দলের সাংগঠনিক শক্তিতে নেতিবাচক প্রভাব পড়বে না।

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে প্রথমে পদত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এরপর পদ ছাড়েন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম।

পদত্যাগকারী নেতারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা তাদের আদর্শিক অবস্থান ও নীতিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডা. তাজনূভা জাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এনসিপি-জামায়াত জোট একটি ধাপে ধাপে সাজানো রাজনৈতিক পরিকল্পনার অংশ। তিনি নির্বাচনে অংশ না নেওয়ার পাশাপাশি সমর্থকদের দেওয়া অনুদান ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে ডা. তাসনিম জারা জানান, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। দলের একাধিক নেতার পদত্যাগ প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, কয়েকজনের সরে যাওয়ায় দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হবে না। তাঁর দাবি, এনসিপি আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত একটি দল, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তিনি জানান, ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে নীতিগত বিষয়ে সমঝোতা হলেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের ঘোষণার পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপি-জামায়াত জোটে যুক্ত না হওয়ার কথা জানিয়ে বিকল্প রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন এবং সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান।

মাহফুজ আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের নেতৃত্বে সংগঠিত হলেও বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তাঁর এ অবস্থান নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনসভা করতে হলে পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে

জনসভা করতে হলে পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে