নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে সরকারকে: ফয়জুল করীম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে সরকারকে: ফয়জুল করীম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে সরকারকে: ফয়জুল করীম ছবির ক্যাপশন:
ad728

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অপরাধে জড়িত নন এবং যাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাঁদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু দলটির নেতাকর্মীদের নাগরিকত্ব বাতিল করা হয়নি।

বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বরিশাল–৫ ও ৬ আসনের প্রার্থী হিসেবেও বক্তব্য দেন ফয়জুল করীম।

তিনি বলেন, ‘‘যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করেন, কোনো মামলায় অভিযুক্ত না হন, তাহলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দলীয় পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা চলবে না।’’

দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রচলিত পুরোনো বন্দোবস্ত দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, এই ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি, ইনসাফ কায়েম করা যায়নি এবং দেশ থেকে অর্থ পাচারও রোধ করা সম্ভব হয়নি।

ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো কোরআন ও সুন্নাহভিত্তিক আইন প্রণয়নের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা, যেখানে সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং মানুষের জানমাল, ইজ্জত ও অধিকার সুরক্ষিত থাকবে।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, প্রশাসনের একটি অংশ কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ ও উদ্বেগ বাড়ছে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা কোনো বিশেষ দলের দিকে ঝুঁকবেন না। কালোটাকার প্রভাব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিন।’’ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

এখনো অনেক মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে উল্লেখ করে ফয়জুল করীম বলেন, গণহারে করা মামলায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে সাধারণ মানুষকে আটক করা হচ্ছে, যা বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

আওয়ামী লীগের ভোটাররা কাদের ভোট দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁদের হাতে জানমাল, ব্যবসা-বাণিজ্য ও সম্মানের নিরাপত্তা থাকবে বলে মানুষ বিশ্বাস করবে, তাঁরাই জনগণের ভোট পাবেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরাও নিজেদের নিরাপত্তা যেখানে নিশ্চিত মনে করবেন, সেখানেই ভোট দেবেন বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের কোনো আনুষ্ঠানিক জোট হয়নি। তবে সৌহার্দ্যের কারণে একে অপরের প্রার্থীদের প্রতি সম্মান দেখানো হয়েছে।

নতুন কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন ফয়জুল করীম। তিনি বলেন, আপাতত নতুন কোনো জোটে যাওয়ার সুযোগ নেই। তবে ভবিষ্যতে যদি কেউ ইসলামি শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নেয়, তখন নতুন করে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’