আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগের একটি চিঠিতে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়ার তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যার একটি হলো বিশ্বকাপ দলে পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি—এমন তথ্য প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার রাজধানীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, আইসিসির এমন যুক্তি বাস্তবতা বিবর্জিত এবং সম্পূর্ণ অযৌক্তিক। তার ভাষায়, দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের প্রত্যাশা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে পাঠানো চিঠিতে তিনটি বিষয়কে নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করেছে। প্রথমত, বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশি সমর্থকদের দলীয় জার্সি পরে চলাফেরা করা। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন দাবি করা হয়েছে।
এই তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, আইসিসি যদি মনে করে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিতে হবে, সমর্থকদের জার্সি পরা যাবে না কিংবা খেলার জন্য জাতীয় নির্বাচন পেছাতে হবে—তবে এর চেয়ে অযৌক্তিক প্রত্যাশা আর হতে পারে না।
ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তার মতে, উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, তাহলে ভারতের কথায় ওঠাবসা না করে বাংলাদেশের ম্যাচ বিকল্প ভেন্যুতে আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি করা হলে সেটিই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে।
আসিফ নজরুল বলেন, ক্রিকেটের ওপর কোনো দেশের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। যেখানে বাংলাদেশের একজন শীর্ষ খেলোয়াড়ের মাঠে নামা নিয়েই নিরাপত্তা শঙ্কা দেখানো হয়, সেখানে সেই দেশে খেলার পরিবেশ নেই—এটি আইসিসির জন্যও একটি বড় সতর্কবার্তা।
তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সরকার দৃঢ় অবস্থানে থাকবে।
কসমিক ডেস্ক