নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন:
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার মতে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা সেই পরিকল্পনারই অংশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, গত বুধবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজিজুর রহমান মুছাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনমুখী রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনবিরোধী অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তিনি অবিলম্বে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন বানচালের লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির পক্ষ থেকে নিহত মুছাব্বিরের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলীয়ভাবে মুছাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারাজীবনের প্রয়োজনীয় সব দায়িত্ব বিএনপি গ্রহণ করবে।

রাজনৈতিক সহিংসতার এই ঘটনার পর রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সংশ্লিষ্ট মহলের উদ্বেগও বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খামেনির শাসনব্যবস্থা কি টিকে থাকবে এই সংকটে?

খামেনির শাসনব্যবস্থা কি টিকে থাকবে এই সংকটে?