বরিশালে অবস্থিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে চলতি জানুয়ারি ২০২৬ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি)। কমিশনের একটি তদন্ত কমিটির সুপারিশ এবং ইউজিসির ৫৮তম মাসিক সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো প্রোগ্রামেই নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে জানুয়ারি ২০২৬-এর আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান থাকবে।
উল্লেখ্য, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং তাদের কন্যা এস. আমরিন রাখি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
ইউজিসির চিঠিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে বেশ কয়েকটি অনিয়ম ও ঘাটতির সুপারিশ উঠে আসে। এসব সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য যেমন নাম, আইডি নম্বর, সেশন, বিভাগ, অনুষদ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর ২০২৫ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ইউজিসিতে পাঠাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করে মে মাসের মধ্যে প্রমাণসহ লিখিতভাবে কমিশনকে জানাতে হবে।
এছাড়া প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের এফডিআর এবং এর লভ্যাংশ ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরলে তা পুনর্ভরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং শিক্ষার্থীদের যাবতীয় ফি অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করতে হবে। এ বিষয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে লিখিত প্রতিবেদন ইউজিসিতে জমা দিতে হবে।
ইউজিসির এই সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে তদারকি জোরদার করার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসমিক ডেস্ক