আমেরিকানদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমেরিকানদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
আমেরিকানদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলায় অবস্থানরত সব মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি এখনো চরমভাবে অস্থিতিশীল রয়ে গেছে।

বার্তায় বলা হয়, ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে সড়কপথে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে। এসব তল্লাশিতে মার্কিন নাগরিকদের খোঁজ করা হচ্ছে—এমন আশঙ্কাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন রয়েছে কি না, তা খুঁজে দেখছে। এই পরিস্থিতিকে মার্কিন নাগরিকদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সাধারণ নাগরিকদের চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশ ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। তাই ঝুঁকি এড়াতে দেরি না করে দ্রুততম সময়ে ভেনেজুয়েলা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বর্তমানে কোনো কনস্যুলার বা দূতাবাসীয় সেবা দিতে সক্ষম নয়। ফলে জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহায়তা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। এ অবস্থায় ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভেনেজুয়েলায় ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটিতে অবস্থান করাকে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেছে ওয়াশিংটন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্ক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না

বাংলাদেশ-ভারত সম্পর্ক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না