তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারসহ তিন কূটনীতিকের বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারসহ তিন কূটনীতিকের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারসহ তিন কূটনীতিকের বৈঠক ছবির ক্যাপশন: বিএনপি কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন কূটনীতিকরা।
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই বৈঠকের পরপরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। এ সময় উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

একই দিনে তারেক রহমানের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। বৈঠক শেষে বিকাল ৪টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা বিএনপির গুলশান কার্যালয় ত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের আগ্রহের প্রেক্ষাপটেই এসব কূটনৈতিক সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট কোনো পক্ষই বৈঠকগুলোর আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিএনপি সূত্র জানিয়েছে, এসব বৈঠক ছিল সৌজন্যমূলক। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। এসব বৈঠকের ফলাফল বা বার্তা সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডার্ক ওয়েব মার্কেটপ্লেস: ইসলামে কেন এটি হারামের পথে

ডার্ক ওয়েব মার্কেটপ্লেস: ইসলামে কেন এটি হারামের পথে